ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশকে কি চাইলেই ছেড়ে দেয়া যায়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
দেশকে কি চাইলেই ছেড়ে দেয়া যায়! ছবি: সংগৃহীত

স্পেনের কাতালান অঞ্চল স্বাধীনতার জন্য উঠেপড়ে লেগেছে। কাতালানদের স্বাধীন হওয়ার পক্ষে একমত প্রকাশ করেছেন স্পেনের তারকা ফুটবলার জেরার্ড পিকে। তাতেই বার্সেলোনার তারকা এই ডিফেন্ডারকে সমর্থকদের তিরস্কারের মুখে পড়তে হয়।

এমন পরিস্থিতিতে কিছুদিন আগে পিকে জানিয়েছিলেন, স্পেন চাইলে বিশ্বকাপের আগে জাতীয় দল ছেড়ে দিতে রাজি আছেন তিনি। এবার সুর পাল্টালেন বার্সা ডিফেন্ডার।

জানিয়ে রাখলেন, জাতীয় দল স্পেনের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে, সেটা কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে থেকেই।

কলম্বিয়া তথা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় গায়িকা শাকিরার জীবনসঙ্গী বার্সা ডিফেন্ডার পিকে জানান, ‘এটা কোনো বেমানান ইস্যু না। আমি একজন ফুটবল খেলোয়াড়। সবথেকে বড় বিষয় হলো আমি মানুষ। স্বাধানতা আমার কাম্য। আমার বাচ্চারা কলম্বিয়ান হতে পারে, এমনকি লেবানিজ, কাতালানেরও হতে পারে। মানুষ হিসেবে আমাদের পরিবেশ দরকার। কেউই আমার মতাদর্শনের বাইরে নয়। তবে, সবার মত ভিন্ন। ’

পিকে আরও জানান, ‘কেউ যদি স্বাধীনতার পক্ষ নেয়, তবু সে জাতীয় দলে খেলতে পারে। কেননা এখানে কাতালানদের কোনো জাতীয় দল নেই এবং তারা স্পেনের বিরুদ্ধেও নয়। একজন ফুটবলার হিসেবে আমি পুরো বিশ্বের। স্পেন জাতীয় দলের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। জাতীয় দলের জার্সিতে আমার কমিটমেন্ট নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এখানে আমি ১৫ বছর বয়স থেকেই খেলছি। এটাই আমার পরিবার। আর আমি এখানেই খেলা চালিয়ে যেতে চাই। ’

স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী পিকে বর্তমানে স্পেন জাতীয় দলের অনুশীলনে রয়েছেন। যেখানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের ইতালির বিপক্ষে লড়তে হবে। তবে অনুশীলনে সুখকর সময় পার করতে পারেননি তিনি। সমর্থকদের বিদ্রূপের শিকার হতে হয় তাকে।

সান্থিয়াগো বার্নাব্যুতে অনুশীলনে ১৫ হাজার সমর্থককে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যেখানে পিকেকে ধুয়ে দিয়েছেন ভক্তরা। কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়ে স্প্যানিশ সমর্থকদেরও রোষানলে পড়েন বার্সার এই ডিফেন্ডার। স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, পুলিশ একটি ব্যানার নিয়ে গেছে যেখানে লেখা ছিল, ‘পিকে আমরা চাই না তুমি চলে যাও, আমরা চাই তুমি লাথি খাও। তুমি জঘন্য। ’

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।