ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় পেল ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
জয় পেল ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম জয় পেল ফ্র্যান্স,সুইডেন,নেদারল্যান্ডস,বেলজিয়াম-ছবি:সংগৃহীত

ক্লাব ফুটবলের বিরতিতে বর্তমানে চলছে ইউরোপের জাতীয় দলের মিশন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে লড়ছে উয়েফা অঞ্চলের জায়ান্ট থেকে শুরু করে প্রায় ফুটবল খেলুড়ে সবকটি দেশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গ্রুপ থেকে জয় তুলে নিয়েছে ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস ও বেলজিয়াম।

দীর্ঘ ৮৫ বছর পর বুলগেরিয়ার মাঠে জয় পেয়েছে ফ্রান্স। ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্লেইস মাতুইদির গোলে পাওয়া এই জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রেঞ্চরা। তাদের পয়েন্ট ২০।

এই ম্যাচের আগে সর্বশেষ ১৯৩২ সালে বুলগেরিয়াকে হারিয়েছিল ফ্রান্স। সেবার ৫-৩ গোলে জিতেছিল ফ্রান্স।

ঘরের মাঠে লুক্সেমবার্গকে ৮-০ গোলে উড়িয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রেখেছে সুইডেন। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। গ্রুপের আরেক ম্যাচে বেলারুশকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। শেষ রাউন্ডে সুইডেনকে হারিয়ে পয়েন্টের হিসেবে তাদের ধরার সুযোগ আছে ঠিকই, কিন্তু গোল ব্যবধানে অনেক পিছিয়ে ডাচরা।

এদিকে ‘এইচ’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত করা বেলজিয়াম জয়ের ধারা ধরে রেখেছে। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে ৪-৩ গোলে জিতেছে তারা। তাদের পয়েন্ট ২৫।

গ্রুপের অন্য ম্যাচে সাইপ্রাসের মাঠে ২-১ গোলে জিতে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রিস। প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বসনিয়াও।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট। ‍

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।