ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

কাতারের কোচ হতে চান জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
কাতারের কোচ হতে চান জাভি ছবি: সংগৃহীত

ফুটবলে নতুন অধ্যায়ে পা রাখতে চান সাবেক বার্সেলোনা আইকন জাভি হার্নান্দেজ। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ কিংবদন্তির লক্ষ্য কাতারের জাতীয় দলের কোচ হওয়া। আগামীতে পুরোপুরি কোচিং পেশায় চোখ রাখছেন সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার।

কাতারের আল সাদ ক্লাবে চুক্তির তৃতীয় ও শেষ মৌসুমে ৩৭ বছর বয়সী জাভি। এখন কোচিং পদের জন্য নিজেকে যোগ্য ভাবছেন তিনি।

২০১৫ সালে দীর্ঘ ১৭ বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন এ আইকনিক ফুটবলার।

এক প্রেস কনফারেন্সে জাভি বলেন, ‘আমি এখানে এসেছি তাদের উন্নতিতে সাহায্য করতে যাতে করে তারা বিশ্বের অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার লক্ষ্য তাদের কোচ হওয়া। ’

‘আমি মনে করি এটা আমার জন্য ভালো হবে, আমার কিছু অভিজ্ঞতা প্রয়োজন। কাতারের খেলোয়াড় ও পরিবেশ জানা থাকায় অন্তত আমি সুবিধাজনক অবস্থানে রয়েছি। ’-যোগ করেন জাভি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।