ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জ্বলে উঠতে হবে ডি মারিয়াকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জ্বলে উঠতে হবে ডি মারিয়াকে ছবি: সংগৃহীত

গত বিশ্বকাপের পর জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটির কথা মনে আছে? বলতে গেলে একক নৈপুণ্যেই জার্মানদের (৪-২) তাদের মাঠেই ধরাশায়ী করেন। আর্জেন্টাইন সমর্থকদের আফসোসও বেড়ে যায় চোখে পড়ার মতো। ইশ! ওয়ার্ল্ডকাপ ফাইনালে যদি ডি মারিয়া ইনজুরির কারণে ছিটকে না যেতেন...

এ কথাগুলো বলার কারণ, ডি মারিয়ার কাছ থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্সই প্রত্যাশা করছেন বর্তমান কোচ জর্জ সাম্পাওলি। লিওনেল মেসির ওপর থেকে চাপ কমাতেও এটি ভীষণভাবে প্রয়োজন।

ইকুয়েডরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শিষ্যের ফর্মে ফেরার আকুতি সাম্পাওলির কথায়, ‘ডি মারিয়া আর্জেন্টিনার শীর্ষ খেলোয়াড়। গত ম্যাচে পারফরম্যান্স ছাড়া সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার হিসেবে বিবেচিত। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ম্যাচে সে এমন একজন খেলোয়াড় যাকে আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। ’

সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে ক্লাব ফুটবলে এ মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচে দেখা গেছে। কিন্তু তারপরও ২৯ বছর বয়সী ডি মারিয়ার ওপর পূর্ণ আস্থা রাখছেন সাম্পাওলি। চাপের মুখে সেরাটা উজাড় করে দেবেন বলে আত্মবিশ্বাসী তিনি।

ছবি: সংগৃহীতবাছাইপর্বের শেষ ম্যাচে জয় পেলেই ২০১৮ ওয়ার্ল্ডকাপের দৌড়ে টিকে থাকবে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে যাওয়া আর্জেন্টিনা। ইকুয়েডরকে হারাতে না পারলে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। মেসির বিশ্বকাপ স্বপ্ন বাঁচানোর ম্যাচ

শুধুমাত্র ডি মারিয়া নন, পুরো স্কোয়াডকে মেসির লেভেলে খেলার তাগিদ দিয়েছেন সাম্পাওলি।  শিষ্যদের মেসির লেভেলে খেলার ডাক সাম্পাওলির

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।