ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলের পয়েন্টে ভাগ বসালো রহমতগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
শেখ রাসেলের পয়েন্টে ভাগ বসালো রহমতগঞ্জ ছবি: সংগৃহীত

এগিয়ে থেকেও জিততে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগে শেখ রাসেলকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ১-১ গোলের ড্র করেছে দল দু’টি।

মঙ্গলবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই লিড নেয় শেখ রাসেল। শাহেদুল আলম শাহেদের জোরালো ভলিতে ১-০ গোলে এগিয়ে যায় ব্লুজরা।

৭৪তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। প্রতিআক্রমণে রাশেদুল ইসলাম শুভর অ্যাসিস্ট থেকে শেখ রাসেলের জালে বল জড়ান ইসমাইল বাঙ্গুরা।

১০ ম্যাচ খেলে চতুর্থবারের মতো ড্র করলো শেখ রাসেল। দলটির অর্জিত পয়েন্ট ১৩। এদিকে, রহমতগঞ্জের পয়েন্ট ১১, এটি তাদের পঞ্চম ড্র।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।