ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রাঙামাটিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
রাঙামাটিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে চিংহ্লামং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালিকাদের বিভাগে চংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।

একই দিনে বালক বিভাগে বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মুরালীপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

এর আগে সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনসুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।