শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বাসনা খেলার মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় অংশ নেয় চাপিল উদীয়মান নবীন বনাম জয়পুরা আজাদ সংঘ।
খেলাটি পরিচালনা করেন বাফুফের রেফারি মোশাররফ হোসেন। ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে ০-১ গোলে চাপিল উদীয়মান নবীন সংঘ বিজয়ী হয়। বিজয়ী দলকে একটি ১২ সেফটি ফ্রিজ ও রানার্সআপকে ২২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।
বাসনা যুবক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও বায়রার সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এসময় তিনি রানার্সআপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাকু, কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল করীম রুবেল, গণ বিশ্ববিদ্যালয়ের ভিপি শামীম প্রমুখ।
খেলাটির উদ্বোধন ঘোষণা করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরবি/