ডাকিয়া অ্যারিনায় শুরুটা অবশ্য গোল দিয়ে করে উদিনেস। স্তিপা পেরিচার গোলে আট মিনিটে এগিয়ে যায় তারা।
বিরতির পর উদিনেসের দানিলে ফের দলকে সমতায় আনেন। তবে ৫২ মিনিটে রুগানি গোল করে জুভিদের লিড নেন। আর ৫৯ ও ৮৭ মিনিটে খেদিরা গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের শেষ গোলটি করেন মিরালেম পিয়ানিচ।
লিগ টেবিলে ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। টানা আট জয়ের পর শনিবার নিজেদের মাঠে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করা নাপোলি ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার।
রোমা ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এসি মিলান ১৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
এমএমএস