ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন এমবাপ্পে ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন এমবাপ্পে-ছবি:সংগৃহীত

মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন পিএসজিতে ধারে খেলা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরোপের ২১ বছরের নিচে ফুটবলারদের এ পুরস্কারের তালিকায় এমবাপ্পে পেছনে ফেলেন বার্সেলোনার ফরাসি তারকা ওসমান ডেম্বেলে ও ম্যানসিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে।

প্যারিস সেন্ট জার্মেইর এ তারকা ক্লাবের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচ খেলে চারটি গোল করেছেন ও সমান গোলে সহায়তা করেছেন। যেখানে গত বছর মোনাকোর হয়ে দুর্দান্ত খেলে দলকে ফ্রেঞ্চ লিগ জিতিয়েছেন।

বর্তমানে নেইমার ও কাভানির সঙ্গে ত্রয়ী হিসেবে মাঠ মাতাচ্ছেন তিনি।

১৮ বছর বয়সী তরুণ এ তারকা ফ্রান্স জাতীয় দলের হয়ে ইতোমধ্যে আটটি ম্যাচ খেলেছেন। বর্তমানে যদিও তিনি পিএসজিতে ধারে খেলছেন, তবে আগামী মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবেই যোগ দেবেন।

এমবাপ্পের আগে মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি লিওনেল মেসি, পল পগবা ও ইসকোর মতো তারকারা জেতেন। গতবার সেরার আসনে বসেছিলেন পর্তুগালের রেনাতো সানচেজ। সানচেজের পেছনে থেকে রানার্সআপ হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের উদীয়মান ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।

এর আগে ইতালিয়ান ক্রীড়াবিষয়ক সংবাদপত্র ‘টুট্টোস্পোর্ট’ ২৫ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। ২০০৩ সাল থেকে এর প্রচলন শুরু। এরপর থেকে প্রতি বছরই এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।

৩০ জনের সাংবাদিক প্যানেল ২০১৭ পঞ্জিকাবর্ষের বিজয়ী নির্ধারণ করেন। যেখানে এমবাপ্পে সর্বোচ্চ ২১৯ ভোট পেয়ে বিজয়ী হন। রানারআপ হওয়া ডেম্বেলে পেয়েছেন ১৪৯ ভোট।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।