সোমবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সেরা নারী কোচ হিসেবে তার নাম ঘোষণা হয়।
তবে মঙ্গলবার (২৪ অক্টোবর) নরওয়ের বিপক্ষে তার শিষ্যরা মাঠে নামবে বলে লন্ডনের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ট্রফি নিতে পারেননি সেরিনা।
অবশ্য তাকে বিজয়ী করার পর এক ভিডিও বার্তায় এমন সম্মানের জন্য তিনি ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘নিঃসন্দেহে এটা আমার জন্য সম্মানের। আমার ধন্যবাদ গ্রহণ করবেন। ’
এই ক্যাটাগরিতে সেরিনার সঙ্গে দৌঁড়ে ছিলেন ফরাসি ক্লাব লিওনে’র কোচ জেরার্ড প্রেচর ও ডেনমার্কের নিলস নিয়েলসেন। অবশ্য এরা দু’জনই পুরুষ, নারী দলের কোচ হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএল/এইচএ/