ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলকে বিক্রি করে স্বদেশী গুইডেসকে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বেলকে বিক্রি করে স্বদেশী গুইডেসকে চান রোনালদো ছবি: গ্যারেথ বেল-রাশফোর্ড ও হ্যারি কেন-গুইডেস

গত কয়েক মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলকে হারিয়ে খুঁজছে স্প্যানিশ জায়ান্টরা। আগের মতো রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো ফর্ম ধরে রাখলেও বেল কিংবা ফরাসি তারকা বেনজেমাকে ধারাবাহিকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ফর্ম হারিয়ে নিজের ছায়ায় থাকা বেলকে দলবদলের বাজারে ছেড়ে দিতে রিয়ালকে জানিয়েছেন রোনালদো। তিনি নাকি বেলকে বিক্রি করে দেওয়ার পরামর্শও দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে এসেছে, রিয়াল সভাপতি নিজেও নাকি বেলের প্রতি আগ্রহ হারিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম ডন ব্যালনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলের ইনজুরি আর হারানো ফর্ম ফিরে পেতে সময়ক্ষেপণকে মোটেই ভালো চোখে নিচ্ছেন না সদ্যই বর্ষসেরার পুরস্কার পাওয়া রোনালদো। পর্তুগিজ তারকার পরামর্শ-বেলকে ছেড়ে দিয়ে অন্য কোনো ফরোয়ার্ডকে ভেড়ানোর চেষ্টা করা দরকার রিয়ালের।

এদিকে, রিয়ালে আসার আগ্রহ দেখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানইউয়ের মার্কাস রাশফোর্ড এবং টটেনহ্যামের তারকা হ্যারি কেন। রিয়াল আগ্রহী জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার প্রতি। তবে, সংবাদমাধ্যমটির মতে, রোনালদো রিয়ালের সভাপতিকে জানিয়েছেন-রাশফোর্ড কিংবা হ্যারি কেন-দিবালাকে ক্লাবে আনার দরকার নেই। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে ভালোমানের অন্য কেউ আসলেই হবে।

বেলের প্রতি রোনালদো-ক্লাব প্রেসিডেন্ট আগ্রহ হারিয়ে ফেললেও ওয়েলস তারকার পাশে দাঁড়িয়েছেন ক্লাব কোচ জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তি বেলকে নিয়েই চলতি মৌসুমের ছক কষতে শুরু করেছেন।

আরও জানা যায়, রোনালদো ক্লাবে চাইছেন পিএসজির গনসালো গুইডেসকে। ক্লাবের কোচ আর সভপতিকেও পর্তুগিজ তারকা এমনটি জানিয়ে রেখেছেন। রোনালদোর স্বদেশী পর্তুগালের গুইডেস গত জানুয়ারিতেই পিএসজিতে যোগ দেন। ২০ বছর বয়সী গুইডেস চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে লোনে খেলছেন। এখন পর্যন্ত তিনটি গোল করেছেন তিনি। রোনালদোর এজেন্ট হিসেবে কাজ করা জর্জি মেন্ডেস এজেন্ট হিসেবে কাজ করেন গুইডেসের।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।