ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কাভানির জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কাভানির জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয় ছবি:সংগৃহীত

এডিনসন কাভানির জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় প্যারিস সেন্ট জার্মেই। দলের অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। গত ম্যাচে ড্রয়ের পর এ ম্যাচে জয়ে ফিরলো উনাই এমরির শিষ্যরা। যদিও এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় এদিন খেলতে পারেননি দলের সেরা তারকা নেইমার।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নিচের দিকের দল নিসকে আতিথিয়েতা জানায় পিএসজি। তবে নেইমার না থাকলেও ম্যাচে এর প্রভাব পড়েনি।

দলটির সর্বশেষ ম্যাচের চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইর বিপক্ষে ড্র করার ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

এদিন অবশ্য লিড নিতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। মাত্র তিন মিনিটেই ডি মারিয়ার ক্রসে হেড করে নিজের প্রথম গোল আদায় করে নেন কাভানি। পরে ৩১ মিনিটে ডি মারিয়ারই সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ২-০তে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের ভুলে ৩-০তে পিছিয়ে পড়ে নিস। নির্ধারিত সময় শেষে এই ব্যবধানেই মাঠ ছাড়ে দু’দল।

কাভানি চলতি মৌসুমে লিগে নিজের ১১তম গোল উৎযাপন করলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে যা ১৫তম। আর লিগে ১১ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ২২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।