ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

অনাগত কন্যা সন্তানের নাম জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
অনাগত কন্যা সন্তানের নাম জানালেন রোনালদো ছবি:সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ তাদের অনাগত কন্যা সন্তানের নাম জানালেন। আগামী মাসেই চতুর্থ সন্তানের জনক হবেন পর্তুগিজ অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লাইভে আসেন রোনালদো ও রদ্রিগেজ। সেখানে তারা এক ঘোষণার মাধ্যমে তাদের অনাগত কন্যা সন্তানের নাম দেন ‘আলানা মার্টিনা’।

পরে অবশ্য প্রকাশিত ভিডিওটি মুছে দেওয়া হয়।

লাইভে রোনালদো বলেছিলেন, ‘আমি প্রথম (অংশ) নামটি পছন্দ করি এবাং জিও (জর্জিনা) দ্বিতীয়টি। ’

এর আগে গত জুনে যমজ সন্তানের বাবা হন সিআর সেভেন। যার একটি ছেলে ও একটি মেয়ে। এছাড়া তারকা এ ফুটবলারের ক্রিস্টিয়ানো জুনিয়র নামে আরেকটি ছেলে সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।