ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কষ্টার্জিত জয় ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। এএফসি বোর্নমাউথকে তাদেরই মাটিতে ১-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন এডেন হ্যাজার্ড। তবে প্রথমার্ধে আলভারো মোরাতা ভুল না করলে আরও বড় জয় হতে পারতো অ্যান্তোনিও কন্তের শিষ্যদের।

শনিবার রাতে ভিটালিটি স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল থেকে বঞ্চিত হন স্প্যানিশ তারকা মোরাতা। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দলের একমাত্র গোলটি বেলজিয়াম তারকা হ্যাজার্ড করেন।

 

লিগ টেবিলে ম্যানচেস্টার সিটি ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানেচেস্টার ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে আছে চেলসি। আর্সেনাল ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পঞ্চম স্থানে রয়েছে। লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।