ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফের নিষিদ্ধ হতে পারেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ফের নিষিদ্ধ হতে পারেন রোনালদো ছবি: সংগৃহীত

আরেকবার নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। জিরোনার বিপক্ষে হারের (২-১) ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করায় নিষিদ্ধ হতে পারেন পর্তুগিজ তারকা উইঙ্গার।

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শুরুতেও নিষেধাজ্ঞায় পড়েছিলেন রিয়ালের এই প্রাণভোমরা। সেবার রেফারিকে ধাক্কা মারার অপরাধে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।

একই সঙ্গে তিন হাজার ইউরো জরিমানাও করা হয় তাকে।

পাঁচবারের বর্ষসেরা এই তারকা ফুটবলার জিরোনার ফুটবলার পেরে পোনসের মুখে আঘাত করে সমালোচিত হচ্ছেন। মাঠেও ছিলেন না ছন্দে। তারই ক্ষোভ হয়তো মাঠেই উগড়ে দিয়েছিলেন। তার আঘাতে মাটিতে পড়ে যান পেরে পোনস।

.ম্যাচের এক সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করতে চেয়েছিলেন রোনালদো। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন পোনস। বলের নাগাল না পাওয়া রোনালদো এ সময় হাত দিয়ে পোনসের মুখে আঘাত করেন। তবে, বিষয়টি রেফারির চোখ এড়িয়ে গেলেও টেলিভিশন ক্যামেরায় সেটা ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।