গত আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে চার বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে প্যারিসে পাড়ি জমান ২৫ বছর বয়সী নেইমার। তার উপস্থিতি কতটা প্রভাব ফেলেছে তা চ্যাম্পিয়নস লিগে পিএসজির পারফরম্যান্সেই স্পষ্ট।
নেইমার ছাড়াও পিএসজিতে প্রতিভাবান খেলোয়াড়দের কমতি নেই। উঠতি ফরোয়ার্ড এমবাপ্পেকেও ভাগিয়ে এনেছে তারা। কাভানি, ডি মারিয়া, ভেরাত্তিরা তো আছেনই। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের লক্ষ্যেই দলবদলের বাজারে কাড়ি কাড়ি অর্থ ঢালছে কাতারি ধনকুবের মালিকানাধীন প্যারিসের ক্লাবটি।
সবচেয়ে বড় চমক দেখিয়েছে এবার নেইমারের মতো হাইপ্রোফাইল খেলোয়াড়কে বার্সা থেকে ছিনিয়ে এনে। সব মিলিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে নেইমারের পিএসজি অন্যতম পরাশক্তি দলে পরিণত এবং শিরোপার অন্যতম দাবিদার।
গোল ডট কম’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বার্সা ও রিয়াল তারকা ফিগো বলেন, ‘নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। সে পিএসজির স্কোয়াডে আরও অনেক কোয়ালিটি বয়ে এনেছে এবং এটাই পিএসজিকে অধিকতর শক্তিশালী টিমে পরিণত করেছে। দৃশ্যমানতার দিক থেকে, তাদের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে অধিক।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমআরএম