ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালকে গুড়িয়ে শেষ ষোলোতে টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
রিয়ালকে গুড়িয়ে শেষ ষোলোতে টটেনহাম ছবি:সংগৃহীত

মাঠের খেলায় রিয়াল মাদ্রিদকে একেবারে গুড়িয়েই দিয়েছে টটেনহাম হটস্পার। চ্যাম্পিয়নস লিগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আসরটির শেষ ষোলোয় পৌঁছে গেল মাউরিসিও পচেট্টিনোর শিষ্যরা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের টানা দ্বিতীয় হার দেখলো জিনেদিন জিদান শিষ্যরা।

গ্রুপ পর্বে দু’দলের প্রথম লেগের খেলায় রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছিলো টটেনহাম। আর রিয়ালের বিপক্ষে ষষ্ঠবারের দেখায় জয়ের স্বাদ পেল টটেনহ‍হাম।

আগের পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের তিনটি জিতেছিল মাদ্রিদের ক্লাবটি, দুটি হয়েছিল ড্র।

বুধবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় রিয়াল। তবে ডেলে আলীর জোড়া গোলে খেই হারিয়ে ফেলে গ্যালাকটিকোরা। টটেনহামের হয়ে আরও একটি গোল করেন ক্রিস্টিয়ান এরিকসেন। তবে রিয়ালের হয়ে সান্তনা সূচক একটি গোল করেন রোনালদো।

এদিন ম্যাচের ২৭ মিনিটে টটেনহামকে এগিয়ে দেন ইংলিশ তারকা আলী। পরে ৫৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। নয় মিনিট পরেই এরিকসন গোল করলে রীতিমতো উৎসব শুরু করে দলটি। তবে ৮০ মিনিটে রোনালদোর চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠ গোলে শুধু ব্যবধানই কমায় রিয়াল

এইচ গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহাম। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে সাইপ্রাসের দল আপোয়েল নিকোশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানির ক্লাবটি। দুটি দলের পয়েন্ট সমান ২ করে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।