ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর রেকর্ডে জয় পেল সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
আগুয়েরোর রেকর্ডে জয় পেল সিটি ছবি:সংগৃহীত

সার্জিও আগুয়েরোর রেকর্ডে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রুপে এদিন নাপোলির বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধবার রাতে নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোতে আতিথিয়েতা নিতে যায় সিটি। তবে খেলার ২১ মিনিটে ইনেসিগনের গোলে লিড পায় নাপোলি।

কিন্তু ৩৪ মিনিটে নিকোলাস ওটামেন্ডির গোলে সমতায় আসে সিটি।

বিরতির ঠিক পরেই স্টোনসের গোলে এগিয়ে ‍যায় সফরকারীরা। কিন্তু ৬২ মিনিটে পেনাল্টি থেকে জরগিনহো গোল করলে সমতায় থাকে নাপোলি।

৬৯ মিনিটে কাঙ্খিত গোলটি করেন আগুয়েরো। সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৭৮টি) হওয়ার রেকর্ড গড়েন আর্জেন্টাইন তারকা। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে সিটির ইতিহাসের আগের সর্বোচ্চ গোলদাতা সাবেক ফরোয়ার্ড এরিক ব্রুকের রেকর্ড স্পর্শ করেছিলেন আগুয়েরো।

ম্যাচের নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ে সিটির বড় জয় নিশ্চিত করেন রাহিম স্টারলিং।  

৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থাকা গার্দিওলার দলের নকআউট পর্বে খেলা নিশ্চিত। ফেইনুর্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা শাখতার দোনেৎস্ক ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। নাপোলির পয়েন্ট ৩। এখনও কোনো পয়েন্ট না পাওয়া ফেইনুর্ডের নকআউট পর্বের আশা শেষ।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।