ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়লো লিভারপুল ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে দুর্দান্ত জয় পেল লিভারপুল। মারিবোরকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ, এমরি ক্যান ও ড্যানিয়েল স্টুরিজ।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামে অল রেডসরা। তবে পুরো ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় দলটি।

এদিন প্রতিটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

৪৯ মিনিটে মিশরের স্ট্রাইকার সালাহ গোল করে প্রথমে দলকে এগিয়ে নেন। আর ৬৪ মিনিটে ক্যান করেন দ্বিতীয় গোল। আর খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে বড় জয় নিশ্চিত করেন স্টুরিজ।

৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সেই সঙ্গে শেষ ষোলোতে খেলার ভালো আশা টিকিয়ে ‍রাখলো দলটি। স্পার্তাক মস্কোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। স্পার্তাকের পয়েন্ট ৫, মারিবোরের ১।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।