ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্প্যানিশ জার্সি নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
স্প্যানিশ জার্সি নিয়ে বিতর্ক ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, মেক্সিকো, রাশিয়া, কলম্বিয়া সহ প্রায় প্রত্যেকটি দেশের জার্সি উদ্বোধন করলো অ্যাডিডাস। তবে স্পেনের জাতীয় দলের জার্সি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নতুন জার্সিতে লাল, হলুদ এবং নীল রং রয়েছে। 

অনেকের বক্তব্য, নীল রংটিতে বেগুনি রংয়ের আধিক্য আছে। এই জার্সিটির সঙ্গে ১৯৩১-৩৯ সালের রিপাবলিকান জার্সির মিল আছে।

উল্লেখ্য, এখনও যারা স্পেনের আধিপত্য মানে না তারা এই তিন রংয়ের পতাকা ব্যবহার করে। তবে জার্সি প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্পেনের ফুটবল সংস্থার কাছ থেকে ইতিবাচক সম্মতি পাওয়ার পর তারা জার্সি তৈরিতে হাত দিয়েছে।  

এ ব্যাপারে অ্যাডিডাসের এক মুখপাত্র জানান, ‘কয়েক মাস আগেই আমাদের তৈরি ডিজাইনে সিলমোহর দিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। তাই এখন এই বিতর্ক তৈরি হলে আমাদের কিছু করার নেই। ’ উল্লেখ্য, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জানায়, ‘কোনো রং নিয়েই বিন্দুমাত্র বিভ্রান্তি নেই। ’

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।