ফুটবল ক্যারিয়ারে এক কথায় দু’হাত ভরে পেয়েছেন মিডফিল্ড পজিশনে খেলা জাভি। বার্সার একাডেমি থেকে শুরু করে ক্লাবের মূল দলের হয়ে খেলেন রেকর্ড পরিমাণ ম্যাচ।
২০০০ সালে স্পেন জাতীয় দলে অভিষেকের পর ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত খেলেন ১৩৩ ম্যাচ। যেখানে দেশটির ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ে (২০১০) হন টুর্নামেন্ট সেরা।
স্প্যানিশ দৈনিক স্পোর্টে এক সাক্ষাতকারে জাভি বলেন, ‘ভাগ্য সহায় ছিলো বলে আমি ইনজুরিতে পড়িনি। আর আমি মনে করি আমার ক্যারিয়ার শেষ হতে চলেছে। ফুটবলার হিসেবে এটিই আমার শেষ বছর। ’
কোচ হওয়া প্রসঙ্গে জাভি বলেন, ‘আগামী বছরই আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই। ’
গত এপ্রিলে জাভি আল সাদের হয়ে প্রথমবার কাতার কাপ জেতেন।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস