ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাবেন জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাবেন জাভি ছবি:সংগৃহীত

চলতি মৌসুমই হতে যাচ্ছে বার্সেলোনা কিংবদন্তি জাভির ফুটবলে ইতি। এমনটি জানিয়েছে বর্তমানে কাতারের ক্লাব আল সাদে খেলা এ তারকা নিজেই। ২০১৫ সালে বার্সা ছেড়ে এখানে যোগ দেওয়া জাভি পরবর্তীতে ক্লাবটির কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

ফুটবল ক্যারিয়ারে এক কথায় দু’হাত ভরে পেয়েছেন মিডফিল্ড পজিশনে খেলা জাভি। বার্সার একাডেমি থেকে শুরু করে ক্লাবের মূল দলের হয়ে খেলেন রেকর্ড পরিমাণ ম্যাচ।

জেতেন আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ।

২০০০ সালে স্পেন জাতীয় দলে অভিষেকের পর ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত খেলেন ১৩৩ ম্যাচ। যেখানে দেশটির ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ে (২০১০) হন টুর্নামেন্ট সেরা।

স্প্যানিশ দৈনিক স্পোর্টে এক সাক্ষাতকারে জাভি বলেন, ‘ভাগ্য সহায় ছিলো বলে আমি ইনজুরিতে পড়িনি। আর আমি মনে করি আমার ক্যারিয়ার শেষ হতে চলেছে। ফুটবলার হিসেবে এটিই আমার শেষ বছর। ’

কোচ হওয়া প্রসঙ্গে জাভি বলেন, ‘আগামী বছরই আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই। ’

গত এপ্রিলে জাভি আল সাদের হয়ে প্রথমবার কাতার কাপ জেতেন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।