ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ওয়েলসকে সহজেই হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ওয়েলসকে সহজেই হারালো ফ্রান্স ছবি:সংগৃহীত

কড়া নাড়ছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের। তাইতো এর প্রস্তুতিতে নেমে পড়েছে অধিকাংশ দেশ। এরই ধারাবাহিকতায় ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স নিজেদের ঝালাই করতে মাঠে নেমেছিলো। যেখানে  ওয়েলসের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশাম্পের দল। দলের হয়ে একটি করে গোল করেন অ্যান্তোনিও গ্রিজম্যান ও অলিভার জিরুদ।

ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় স্টেডিয়ামে এদিন ওয়েলসের বিপক্ষে দারুণ আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের দুই অর্ধে দুটি গোলের দেখা পায় স্বাগতিকরা।

১৮ মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার গ্রিজমানের জোরালো শটে এগিয়ে যায় দলটি। পরে দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আর্সেনাল স্ট্রাইকার জিরুদ।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।