শনিবার গ্রুপ ‘সি’তে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আইভরি কোস্টকে সহজেই হারায় মরক্কো। আর এ জয়ের ফলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো দেশটি।
এদিকে গ্রুপ ‘এ’তে লিবিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে চলে যাবে তিউনিসিয়া এমন সমীকরণে নেমেছিলো দেশটি। শেষ পর্যন্ত ড্রই করতে পারে তারা। প্রতিদ্বন্দ্বিতায় থাকা কঙ্গো ৩-১ গোলে গিনির বিপক্ষে জিতলেও হতাশা নিয়ে মাঠ ছাড়ে। ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর প্রথমবার বিশ্ব আসরে জায়গা করে নিল তিউনিসিয়া।
এই দুই দেশ ছাড়া আফ্রিকা অঞ্চল থেকে মিশর, নাইজেরিয়া ও সেনেগাল রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস