ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আবাহনীকে হারিয়ে সাইফের প্রতিশোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আবাহনীকে হারিয়ে সাইফের প্রতিশোধ ছবি: সংগৃহীত

প্রথম পর্বে হারের মধুর প্রতিশোধ নিয়েছে এই আসরের চমক জাগানিয়া দল সাইফ স্পোর্টিং। দুই বিদেশির গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপার অন্যতম ফেভারিট আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়েছে সাইফ।

লিগের প্রথম পর্বে ৩-২ গোলে জিতেছিল আবাহনী। সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে দুই দল।

সাইফের হয়ে গোল করেন ওয়েডসেন আনসেলমে এবং চার্লস এডওয়ার্ড উইলিয়াম। ইস্ট বেঙ্গল থেকে আসা ওয়েডসন ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে সাইফকে লিড পাইয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে ১-০’র লিড ধরে রেখে মাঠ ছাড়ে সাইফ।

দ্বিতীয়ার্ধে আবাহনীকে আরও চাপে রাখে নবাগত দল সাইফ। ম্যাচের ৭৫তম মিনিটে সাইফের ইংলিশ ফরোয়ার্ড চার্লস এডওয়ার্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।

ম্যাচের শেষ দিকে পেনাল্টির সুযোগ পায় আবাহনী। সানডে চিজোবা আবাহনীর ব্যবধান কমান (২-১)।

১২ ম্যাচে খেলে সপ্তম জয় তুলে নিয়েছে সাইফ স্পোর্টিং। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচ খেলে আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। দুইটি ম্যাচ হেরেছে আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।