আমেরিকার মেজর লিগ সকার ২০১৬ সিজন শেষের পর মন্ট্রিয়াল ইম্প্যাক্ট ছাড়েন দ্রগবা। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড়-মালিক হিসেবে এ বছর যুক্তরাষ্ট্রের সকার লিগ (ইউএসএল) ক্লাব ফনিক্স রাইসিং এফসির জার্সিতে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই আইকনিক স্ট্রাইকার।
সাবেক চেলসি তারকা দ্রগবার বিশ্বাস তার আরেকটি সিজন খেলা বাকি। ১৯৯৮ সালে ফ্রেঞ্চ ক্লাব লে ম্যান্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। আগামী বছরের মার্চে পা রাখবেন ৪০-এ। এটিই হবে তার শেষ। অর্থাৎ চল্লিশ বছর বয়সে অবসরে চলে যাবেন এক সময়ের ‘গোলমেশিন’।
অবসর নিয়ে দ্রগবার প্রতিক্রিয়া, ‘আমি মনে করি পরবর্তী সিজনটাই আমার শেষ মৌসুম। একটা সময় আসবে যখন আপনাকে থামতে হবে। ’
বলা হচ্ছে, ডেভিড বেকহামের পথ অনুসরণ করবেন দ্রগবা। সেই লক্ষ্যে নাকি নিজের মালিকানায় এমএলএস ফ্র্যাঞ্চাইজি চালু করার চেষ্টা করছেন তিনি, ‘আমার অন্য প্রজেক্টগুলোর জন্য সময় প্রয়োজন। খেলাই ভালো, কিন্তু ৩৯ বছর বয়সে এসে এটি আমাকে কিছুটা পেছনে নিয়ে গেছে। ’
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
এমআরএম