ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

মোহামেডানকে হারালো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
মোহামেডানকে হারালো চট্টগ্রাম আবাহনী ছবি: সংগৃহীত

বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী আবারো জ্বলে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১-০ ব্যবধানে হেরেছে মোহামেডান। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও জিতলো চট্টগ্রাম আবাহনী।

লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে চট্টগ্রামের দলটির কাছে টানা পাঁচ ম্যাচ হারলো মোহামেডান। লিগে টানা তৃতীয় ও সব মিলিয়ে দশম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মোহামেডানের আক্রমণ রুখে দেয় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১২তম মিনিটে গোলের দেখা পায় গত লিগে রানার্সআপ হওয়া চট্টগ্রাম আবাহনী। লিওনেল সেইন্ট প্রিয়াক্সের বাড়ানো বলে মোহামেডানের জালের ঠিকানা খুঁজে নেন জাহিদ। চলতি লিগে জাতীয় দলের এই ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল।

সাইফুল বারী টিটোর দল ম্যাচের বিরতিতে যাওয়ার আগে ১-০তে লিড ধরে রাখে। তবে, বিরতির পর আরও সুযোগ পেলেও গোলের দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী।

১৩ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১০ ম্যাচে জয়ের স্বাদ পায়। সর্বোচ্চ ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। অপরদিকে, ষষ্ঠ হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।