রোববার (১৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোল্ডকাপ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা প্রমুখ।
সোমবার (২০ নভেম্বর) সদর থানা দল বনাম মধ্যনগর থানা দলের খেলা অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে সুনামগঞ্জ জেলার ১২টি থানা দল। খেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বলেন, সুনামগঞ্জ সংস্কৃতির রাজধানী। খেলাধুলা এরই অংশ। বেশি বেশি খেলাধুলা হলে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট খেলার ভিড়ে অনেকই মনে করেন ফুটবল হারিয়ে যাচ্ছে, কিন্তু না। ফুটবল গ্রাম বাংলার অনেক জনপ্রিয় খেলা, এটি কখনো হারিয়ে যাবে না। তাই এ খেলাটি আমাদের চর্চার মাধ্যমে ধরে রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/