ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

টানা তিন জয়ে উড়ছে শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
টানা তিন জয়ে উড়ছে শেখ জামাল ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুর্দান্ত গতিতে ছুটছে ছন্দে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দ্বিতীয় পর্বের খেলায় টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা।

জোসেফ আফুসির স্থলাভিষিক্ত কোচ মাহবুব হোসেন রক্সির অধীনে জয়ের ধারা অব্যাহত রাখছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগের দুই পর্বে বিজেএমসির ওপর নিজেদের আধিপত্য ধরে রাখলো ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা।

প্রথম পর্বে জয়টি এসেছিল ১-০ গোলের ব্যবধানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের (১৯ নভেম্বর) ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় রক্সির শিষ্যরা। ৫৩ মিনিটে লিড এনে দেন ওডোইন। আট মিনিট বাদেই আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। শেষদিকে স্কোরশিটে নাম লেখান গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার লড়াইয়ে সমানতালে লড়ছেন ক্লাব সতীর্থ ওডোইন ও সলোমন। মোহামেডানের কিংসলে চিগোজি ও চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজের সমান ৭টি করে গোল করেছেন দু’জন।

বিজেএমসি ম্যাচ দিয়ে এবারের আসরে নবম জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৩ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে অবস্থান দ্বিতীয়। ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। সাত নম্বরে পঞ্চম হারের শিকার বিজেএমসি (১৬)।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।