ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

পিকে-সুয়ারেজের জন্য বার্সার আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
পিকে-সুয়ারেজের জন্য বার্সার আপিল ছবি: সংগৃহীত

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেরার্ড পিকেকে খেলানোর লক্ষ্যে লেগানেস ম্যাচে পাওয়া হলুদ কার্ড প্রত্যাহারে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। ৩-০ গোলে জেতা সবশেষ ম্যাচটিতে জোড়া গোলস্কোরার লুইস সুয়ারেজের হলুদ কার্ড তুলে নিতেও আবেদন করবে ক্লাব কর্তপক্ষ।

লিগ সিজনের পঞ্চম হলুদ কার্ডে এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়েন পিকে। সুয়ারেজের তৃতীয় বুকিং।

ইনজুরির কারণে মাঠের বাইরে হাভিয়ের মাশ্চেরানো। তাই পিকের নিষেধাজ্ঞাটা ভ্যালেন্সিয়া ম্যাচের জন্য রক্ষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপিল পক্ষে এলে স্বস্তির নিঃশ্বাসই ফেলবে বার্সা সমর্থকরা। অন্যথায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানধারী ভ্যালেন্সিয়ার মাঠে ফ্রান্সের স্যামুয়েল উমতিতির সঙ্গে সেন্টারব্যাকে আর্নেস্টো ভালভার্ডে কাকে রাখবেন সেটিই এখন দেখার বিষয়। আগামী রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

পিকের জায়গায় থমাস ভারমাইলেনের প্রথম একাদশে থাকার সম্ভাবনা থাকলেও এ মৌসুমে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন। উমতিতির স্বদেশী লুকাস ডিগনিকে বিকল্প হিসেবে বিবেচনায় নিতে পারেন বার্সা কোচ। ডাক পেতে পারেন বার্সার ‘বি’ টিমের উদীয়মান স্প্যানিশ সেন্টারব্যাক ডেভিড কোস্তাস।

এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার নিষেধাজ্ঞার কবলে পিকে। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে লাল কার্ডে দেখে গ্রিসে ফিরতি পর্বের ম্যাচ মিস করেন।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত বার্সা। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে ১২ ম্যাচ (১১ জয় ও ১ ড্রয়ে ৩৪) শেষে ভ্যালেন্সিয়ার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে কাতালানরা। মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১২ ম্যাচে সমান ২৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।