ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্টার্লিংয়ের গোলে জিতলো ম্যানসিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
স্টার্লিংয়ের গোলে জিতলো ম্যানসিটি সংগৃহীত ছবি

ঢাকা: রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে ফেইনুর্দ্ রটারডামকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। 

আর এই জয়ে দলটির নকআউট পর্বে উঠার পথ আরও মসৃণ হয়েছে।
 
কেননা গ্রুপ পর্বে টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আকাশী নীল জার্সিধারীরা।

তাই ফেইনুর্দের বিপক্ষে পাওয়া জয়টি তাদের জন্য বোনাস, সেকথা বলাই যায়।
 
মঙ্গলবার (২১ নভেম্বর) সিটিজেনদের ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং।
 
একই দিন অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে মোনাকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলতে ওঠার লড়াইয়ে টিকে আছে লাইপজিগ।  

৫ ম্যাচে জার্মান ক্লাবটির পয়েন্ট ৭। সমান সংখ্যক ম্যাচে পোর্তো্র পয়েন্টও ৭। তবে লাইপজিগ  গোল ব্যবধানে এগিয়ে আছে।
 
বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৭
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।