ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে পিএসজি। দানি আলভেসের ভুলে কর্নার থেকে গোল করেন অতিথিদের তারকা মুসা দেম্বেলে।
ম্যাচের ৯ মিনিটের মাথায় নেইমার গোল করে পিএসজিকে সমতায় ফেরান (১-১)। ২২ মিনিটের মাথায় আবারো গোল করে ব্রাজিল আইকন পিএসজিকে ২-১ গোলের লিড পাইয়ে দেন। ২৮ মিনিটের মাথায় উরুগুইয়ান তারকা কাভানি গোল করলে স্কোর দাঁড়ায় ৩-১। ৩৫ মিনিটের মাথায় এমবাপ্পে গোল করে দলকে পাইয়ে দেন ৪-১ গোলের লিড।
বিরতির পর ম্যাচের ৭৫ মিনিটের মাথায় পিএসজির আরেক তারকা মার্কো ভেরাত্তি গোল করলে স্কোর দাঁড়ায় ৫-১। পিএসজির ষষ্ঠ গোলটি করেন কাভানি। ম্যাচের ৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে পিএসজিকে ৬-১ গোলের বিশাল লিড পাইয়ে দেন কাভানি। আর ৮০ মিনিটের মাথায় সেল্টিকের জালে বল জড়িয়ে পিএসজিকে ৭-১ ব্যবধানে এগিয়ে নেন দানি আলভেজ। আর এই স্কোরেই মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা।
‘বি’ গ্রুপের অপর ম্যাচে আন্ডারলেখকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্ট বায়ার্নের হয়ে গোল করেন রবার্ট লেভানোডফস্কি এবং তোলিসো। এই গ্রুপে ৫ ম্যাচ খেলে পিএসজির সংগ্রহ সবগুলো ম্যাচে জিতে সর্বোচ্চ ১৫। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। ৩ পয়েন্ট নিয়ে তিনে সেল্টিক আর কোনো পয়েন্ট না পাওয়া আন্ডারলেখট টেবিলের তলানিতে।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৭
এমআরপি