ছবি:সংগৃহীত
এএফসি অঞ্চল থেকে পঞ্চম দল হিসেবে কিছুদিন আগেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। যেখানে হন্ডুরাসকে প্লে-অফের দ্বিতীয় ম্যাচ হারিয়েছিলো সকারুরা। তবে দেশটির জন্য দুঃখের সংবাদ, এক সপ্তাহ পরই জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যাঞ্জেলোস পোস্তেকোগলু।
ঠিক কি কারণে পদত্যাগ করলেন তা অবশ্য জানাননি ক্যাঙ্গারুদের সফল এ কোচ।
সরে যাওয়া প্রসঙ্গে পোস্তেকোগলু বলেন, ‘অস্ট্রেলিয়ার কোচ হিসেবে আমার শেষ হলো।
এখানে আমি দারুণ কিছু অভিজ্ঞতা পেয়েছি। দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়া ছিল কঠিন একটি ব্যাপার। ইতালি, চিলি, নেদারল্যান্ডসের মতো দলগুলো যা পারেনি, আমরা সেটা করে দেখিয়েছি। মনে হয় এখনই বিদায় বলার সেরা সময়। ’
উল্লেখ্য, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচের নিয়োগ পান পোস্তেকোগলু। তার অধীনে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ খেলেছিলো সকারুরা।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।