ইউরোপা লিগের ম্যাচে মিলানের মাঠ সান সিরোতে যান কাকা। যেখানে ম্যাচে অর্ধসময়ে মাঠে মিলানের জার্সি গায়ে নামেন তিনি।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা বলেন, ‘আমি ফাস্সোনের সঙ্গে কথা বলেছি। তবে আমি এখনও ফুটবল খেলবো কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। কিন্তু মিলানের ডিরেক্টর হওয়াটা আমার জন্য বিশেষ কিছু হবে। ’
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকা বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে নেই। গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটি ছেড়ে দেন। মেজর লিগে তিনি তিনটি মৌসুম ছিলেন।
এর আগে সাও পাওলো থেকে ২০০৩ সালে মিলানে যোগ দেন মিডফিল্ডার কাকা। পরে দুই মেয়াদে দলটির হয়ে ২২৩টি ম্যাচ খেলেন। গোল করেন প্রায় ৮০টি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস