ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
রোনালদোর গোলে জিতলো রিয়াল ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচ ম্যাচেই লক্ষ্যভেদ করেছেন। লা লিগায় প্রতিপক্ষের গোলমুখে বারবার হতাশাই সঙ্গী হচ্ছিল। অবশেষ ঘরোয়া লিগে গোলখরা কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগার বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

মাদ্রিদ ডার্বিতে (অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে) গোলশূন্য ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগে স্বাগতিক অ্যাপোয়েলের জালে গোলউৎসব (৬-০) করে ছন্দে ফেরে রিয়াল। স্প্যানিশ লিগে জয়ে ফেরার মধ্য দিয়ে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ নামিয়ে আনলো জিনেদিন জিদানের শিষ্যরা।

আরেকটি গোলহীন লিগ ম্যাচের হতাশা নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় ছিলেন রোনালদো। মালাগার বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েও ফিনিশিং টানতে পারেননি।

নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে সুবর্ণ সুযোগ এনে দেন বদলি হিসেবে নামা লুকা মডরিচ। তাকে ডি-বক্সের মধ্যে ট্যাকল করে বিপদ ঢেকে আনে ভিজিটররা। পেনাল্টি ফিরিয়ে দিয়েও শেষ রক্ষা হয়নি গোলরক্ষক রবার্তো জিমেনেজের। রোনালদোর কপাল ভালোই বলতে হবে! স্পট কিক প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে যাওয়ায় এ যাত্রাই আর হতাশ হতে হয়নি। এই গোলটিই হয়ে ওঠে ম্যাচের ফল নির্ধারক।

ছবি: সংগৃহীতএর আগে খেলায় ছিল ২-২ সমতা। বার্নাব্যুতে এসে ছেড়ে কথা বলেনি মালাগা। খেলা শুরুর ৯ মিনিটে রিয়ালকে লিড এনে দিয়ে রোনালদোর মতোই (নবম লিগ ম্যাচে ২ গোল) গোলখরা কাটান করিম বেনজেমা। ১৮ মিনিটে সমতা আনেন ফরোয়ার্ড দিয়েগো রোলান।

তিন মিনিট বাদেই লস ব্লাঙ্কসদের আবারো এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিট ম্যাচ জমিয়ে তোলেন মালাগা উইঙ্গার চোরি কাস্ত্রো। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় হাতছাড়া করেনি গ্যালাকটিকোরা। জয়সূচক গোলে খবরের শিরোনাম বনে যান রোনালদো।

১৩ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট (৮ জয়, ৩ ড্র ও ২ হার) নিয়ে তৃতীয় স্থানেই রিয়াল। তিন পয়েন্ট এগিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া। অ্যাতলেতিকো মাদ্রিদ (১২ ম্যাচে ২৪) পরবর্তী ম্যাচ জিতলে আবারো ধরে ফেলবে নগর প্রতিদ্বন্দ্বীদের। শীর্ষস্থানধারী বার্সার সংগ্রহ ১২ ম্যাচে ৩৪।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।