গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যর্থতায় চ্যাম্পিয়নস লিগে বাসেলের মাঠে ১-০ ব্যবধানে হারের স্বাদ নিয়ে ফেরে ম্যানইউ। গ্রুপ পর্বে টানা চার জয়ের পর ১ পয়েন্ট পেলেই নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত হয়ে যেত।
এবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে পগবা-লুকাকু-রাশফোর্ড-মার্শাল-ইব্রাহিমোভিচদের চোখেমুখে। অথচ আগের ম্যাচটিতে পিছিয়ে থেকেও নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারায় তারা।
প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬৬ মিনিটের মাথায় উল্লাসের উপলক্ষ পায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া অ্যাশলে ইয়াংয়ের জোরালো শট ব্রাইটন ডিফেন্ডার লুইস ডাঙ্কের পায়ে লেগে হাওয়ায় ভেসে জালে জড়ায়। বোকা বনে যান গোলরক্ষক। আত্মঘাতী গোলটিই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে রেড ডেভিলসরা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৫-এ নামিয়ে আনলো এক ম্যাচ বেশি খেলা ম্যানইউ। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৯।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭