১-১ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয় প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ। লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরে চেলসি।
দুই মিনিটের মাথায় বাজিমাত করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কারাবাগের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব নিশ্চিত করা ৪-০ ব্যবধানের জয়ে করেছিলেন জোড়া গোল। এবার দলকে হারের হাত থেকে বাঁচাতে ত্রাতার ভূমিকায় হাজির হলেন উইলিয়ান।
ভাগ্যের সহায়তাও পেয়েছেন বটে। ডি-বক্সের ডান প্রান্ত থেকে দারুণ প্রচেষ্টায় চিপ করেন। পেছন দিকে লাফিয়ে পুরোপুরি বলের নাগাল পাননি গোলরক্ষক সাইমন মিগনোলেট। গ্লাভস ছুঁয়ে জড়ায় জালে। সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান উইলিয়ান। ম্যাচে ফিরে সাইডলাইন থেকে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ অ্যান্তোনিও কন্তে। নির্ধারিত সময় শেষ হতে তখন পাঁচ মিনিট বাকি। জয়ের কাছাকাছি গিয়েও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় ইয়োর্গেন ক্লপের শিষ্যদের।
এদিকে, অন্যান্য ম্যাচের মধ্যে ওল্ড ট্রাফোর্ডে আত্মঘাতী গোলের সুবাদে ব্রাইটন এন্ড হোভ আলবিওনকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ঘরের মাঠেই ১-১ গোলে ড্রয়ের হতাশায় ডোবে টটেনহাম।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানইউ। ১৩ ম্যাচে রেড ডেভিলসদের সংগ্রহ ২৯। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ২ পয়েন্ট পিছিয়ে টটেনহাম (২৪)। পাঁচ নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩। ১২ ম্যাচে ৩৪ পয়েন্টে সবার উপরে অপরাজেয় (১১ জয়, ১ ড্র) ম্যানচেস্টার সিটি। ১২ ম্যাচে ২২ পয়েন্টে ছয় নম্বরে আর্সেনাল।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমআরএম