ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষদিকের গোলে জিতলো আর্সেনাল-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
শেষদিকের গোলে জিতলো আর্সেনাল-ম্যানসিটি ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের ১৩তম রাউন্ড শেষে নতুন উচ্চতায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। হাডার্সফিল্ড টাউনের মাঠে শেষদিকে রাহিম স্টার্লিংয়ের জয়সূচক গোলে শীর্ষ ইংলিশ লিগ ক্লাব হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে সিটিজেনরা।

হাডার্সফিল্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে ম্যানসিটি। তিনটি গোলই অবশ্য তারা করেছিল।

নিকোলাস ওটামেন্ডির আত্মঘাতী গোলে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড পায় স্বাগতিকরা। বিরতির পর দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে স্টার্লিয়ের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়।

ছবি: সংগৃহীতইনজুরি সময়ে পেনাল্টির সুবাদে বার্নলির মাঠ থেকে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় নিয়ে ফেরে আর্সেনাল। স্পট কিক নেন আলেক্সিস সানচেজ। পয়েন্ট টেবিলে টটেনহামকে (২৪) টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে গানাররা (২৫)। ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ছয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ২৩। অপরাজেয় ম্যানসিটি ছুটছে দুর্দান্ত গতিতে ছুটছে। ১২ জয় ও ১ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৭। দ্বিতীয় অবস্থানে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। দু’দলের ব্যবধান ৮ পয়েন্ট।

এর আগে ১৩তম রাউন্ডে ব্রাইটন এন্ড হোভ আলবিওনকে ১-০ গোলে ম্যানইউ, ওয়েস্টব্রমের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে টটেনহাম ও লিভারপুল-চেলসি হাইভোল্টেজ ম্যাচ ১-১ সমতায় নিষ্পত্তি হয়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।