ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজির মোনাকো জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পিএসজির মোনাকো জয় ছবি: সংগৃহীত

পিএসজির জার্সিতে শৈশবের ক্লাব মোনাকোর মাঠে কাইলিয়ান এমবাপ্পের প্রত্যাবর্তনের ম্যাচে জয়সূচক গোল করেছেন নেইমার। বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়ে ৯ পয়েন্টের লিড নিয়েছে উনাই এমেরির শিষ্যরা।

স্বাগতিক দর্শককের ধুয়োধ্বনি শুনতে হয় পুরো নব্বই মিনিঠ মাঠে থাকা এমবাপ্পেকে। বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেন ধারের চুক্তিতে (চলতি মৌসুম শেষে পাকাপাকি) পিএসজিতে নাম লেখানো এই উদীয়মান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

এডিনসন কাভানির গোলে ১৯ মিনিটে লিড নেয় প্যারিসের ক্লাবটি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। এটিই ৩ পয়েন্ট নিশ্চিত করে দেয়। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন মিডফিল্ডার জোয়াও মুতিনহো।

শিরোপা পুনরুদ্ধারের ১৪ ম্যাচ শেষে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুর্দান্ত গতিতে ছুটছে পিএসজি। সমান ২৯ পয়েন্টে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে লিঁও ও মোনাকো।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।