স্বাগতিক দর্শককের ধুয়োধ্বনি শুনতে হয় পুরো নব্বই মিনিঠ মাঠে থাকা এমবাপ্পেকে। বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেন ধারের চুক্তিতে (চলতি মৌসুম শেষে পাকাপাকি) পিএসজিতে নাম লেখানো এই উদীয়মান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
এডিনসন কাভানির গোলে ১৯ মিনিটে লিড নেয় প্যারিসের ক্লাবটি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। এটিই ৩ পয়েন্ট নিশ্চিত করে দেয়। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন মিডফিল্ডার জোয়াও মুতিনহো।
শিরোপা পুনরুদ্ধারের ১৪ ম্যাচ শেষে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুর্দান্ত গতিতে ছুটছে পিএসজি। সমান ২৯ পয়েন্টে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে লিঁও ও মোনাকো।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
এমআরএম