ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অ্যাওয়ে ম্যাচে ম্যানইউর জয়, হারলো টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
অ্যাওয়ে ম্যাচে ম্যানইউর জয়, হারলো টটেনহাম ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে স্বাগতিক লিচেস্টার সিটির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে শিরোপা প্রত্যাশী টটেনহাম।

প্রথমার্ধেই অ্যাশলে ইয়াংয়ের জোড়া গোল ও অ্যান্থনি মার্শালের লক্ষ্যভেদে ৩-০ তে এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচের শেষদিকে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় ওয়াটফোর্ড।

৭৭ ও ৮৪ মিনিটের গোলে স্কোরলাইন ২-৩ করে স্বাগতিক শিবির।

ছবি: সংগৃহীতখেলায় যোগ হয় বাড়তি উত্তেজনা। তাতে জল ঢেলে দেন জেসে লিনগার্ড। ২ মিনিট বাদেই রেড ডেভিলসদের হয়ে অনিশ্চয়তা দূর করেন তিনি। পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।

কিং পাওয়ার স্টেডিয়ামে জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ২০১৫-১৬ মৌসুমের আলোচিত চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। ৭৯ মিনিটে হ্যারি কেনের গোলে স্পারসরা ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

ছবি: সংগৃহীতপয়েন্ট টেবিলে এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটির (৩৭)  সঙ্গে ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে ম্যানইউ। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩২। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে টটেনহাম। ১৩ ম্যাচ শেষে ২৬ পয়েন্টে তিনে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, ১ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল চারে ও ২৩ পয়েন্টে ছয়ে লিভারপুল। ৯ নম্বরে লিচেস্টার সিটি (১৪ ম্যাচে ১৭)।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।