বুধবার (২৯ নভেম্বার) বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দিতাপুর্ণ এ খেলায় নির্ধারিত সময় ১-১
গোলে অমিমাংশীত থাকে।
খেলার দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে নৌবাহিনীর ১০ নম্বর জার্সীধারী খেলোয়াড় মাহি গোল করে দলকে এগিয়ে নেন।
শেষ সময়ে এসে মাগুরা জেলা দল একের পর এক আক্রমণ সানিয়ে গোলের দেখা পেতে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে খেলা গাড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুই দলের ৫ টি শর্টের মধ্যে মাগুরা ৪ টি ও নৌবাহিনীর স্যুটাররা ২ টি গোল করতে সমর্থ হন। মাগুরা দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা
টাইব্রেকারে ২ টি শর্ট ঠেকিয়ে দলকে ফাইনালে তোলার জন্য অসাধাণ অবদান রাখেন। আর এ অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন।
শেখ রাসেল টুর্নমেন্টের প্রথম সেমিফাইনালের খেলা দেখতে কমপক্ষে ১০ হাজার দর্শক আছাদুজ্জামান স্টেডিয়ামে উপস্থিত হন। তারা প্রতি মুহূর্তে নানা স্লোগান ও বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগতিক দলকে সমর্থন যোগান।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের মুখোমুখি হবে ঢাকা সাইফ স্পোটিং ক্লাব যুব দল।
বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমএমএস