২০১০ সালে লিভালপুল (২০০৭-১০) ছেড়ে বার্সায় পাড়ি জমান মাশ্চেরানো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে স্মরণীয় সব সাফল্য উপভোগ করেছেন।
মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সফলতার সঙ্গে সেন্টার-ব্যাক ভূমিকায় নিজেকে মানিয়ে নেন মাশ্চেরানো। কিন্তু চলতি মৌসুমে নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডের অধীনে ফিট থাকলেও নিয়মিত নন। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। গত বছরের জুলাইয়ে নতুন চুক্তিতে সই করেছিলেন।
মাশ্চেরানোর অনুভূতি কাতালানদের হয়ে তার সময়টা শেষের পথে। লিভারপুলের চেয়ে বন্ধুত্বপূর্ণ বিদায় নিতে পারবেন বলে আশাবাদী তিনি। ‘ইএসপিএন’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি এখানে আমার পজিশন শেষের দিকে। দীর্ঘ সময় কাটানোর পর এই ক্লাবের হয়ে আর বেশি কিছু দেওয়ার নেই আমার। ’
‘আমি ভারী হৃদয় নিয়ে এসব বলছি না। এই ক্লাবে আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো পেয়েছি। যা কখনোই ভুলবো না। আমি তাদের মধ্যে একজন যারা একটা অধ্যায়ের ইতি টানার সময়টা বুঝতে পারে। আমি সঠিক সময়ে বার্সেলোনা থেকে বিদায় নিতে পছন্দ করবো, কিন্তু এটা আসলে আমার ওপর নির্ভর করছে না। ’-যোগ করেন মাশ্চেরানো।
আগামী মৌসুমে বার্সা ছাড়ার সম্ভাবনা থাকলেও চুক্তির প্রতি সম্মান দেখাতে আগেই বিদায় বলার ব্যাপারে সতর্ক মাশ্চেরানো, ‘অামি সঠিক সময়ে শেষ করতে প্রস্তুত কারণ যখন আমি লিভারপুল ছেড়েছিলাম এটা আমার জন্য ভালো ছিল না এবং আমার তা পছন্দ হয়নি। আমি এ ধরনের অনুভূতি পছন্দ করবো না যে আমি লিভারপুলে ফিরে যেতে পারি এবং সেখানে এখনো বিষ রয়ে গেছে। বার্সেলোনাতেও আমার জন্য এমন কিছু হোক তা আমি চাই না। ’
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০১৭
এমআরএম