ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ন্যু ক্যাম্পে এক বছর পর পয়েন্ট খোয়ালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ন্যু ক্যাম্পে এক বছর পর পয়েন্ট খোয়ালো বার্সা ছবি: সংগৃহীত

লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গত বছরের ডিসেম্বরের পর এ প্রথম পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। কাতালানদের ২-২ গোলের ড্রয়ে রুখে দিয়েছে সেল্টা ভিগো।

বল দখলসহ আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থেকেও ফিনিশিং ব্যর্থতার খেসারত দিয়েছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বার্সা।

ভ্যালেন্সিয়ার মাঠে আগের বিতর্কিত ম্যাচটি ১-১ সমতায় নিষ্পত্তি হয়। যেখানে বল পরিষ্কার গোললাইন অতিক্রম করলেও গোলবঞ্চিত হন লিওনেল মেসি। গোললাইন প্রযুক্তি না থাকায় রেফারি তার সিদ্ধান্তেই অটল থাকেন।

সেল্টার বিপক্ষে গোলে ফিরলেও হোম ম্যাচে দলকে জেতাতে পারেননি মেসি। খেলা শুরুর ২০ মিনিটে ভিজিটরদের লিড এনে দেন স্ট্রাইকার লাগো আসপাস।

২ মিনিট বাদেই সমতায় ফেরান মেসি। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়। ৬২ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। আট মিনিট পর ম্যাচ জমিয়ে দেন সেল্টা ফরোয়ার্ড ম্যাক্সি গোমেজ। শেষ পর্যন্ত দীর্ঘ এক বছর পর লিগ ম্যাচে ন্যু ক্যাম্প থেকে ড্রয়ের হতাশা নিয়ে বাড়ি ফেরেন স্বাগতিক দর্শকরা।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে টানা দুই ড্রয়ে পয়েন্ট ব্যবধান কমে গেছে অপরাজেয় বার্সার। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৬ (১১ জয়, ৩ ড্র)। ৫ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া। ১৩ ম্যাচে সমান ২৭ পয়েন্টে যথাক্রমে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ ও চার নম্বরে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।