ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিল কোচের ফেভারিট তালিকায় নেই আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ব্রাজিল কোচের ফেভারিট তালিকায় নেই আর্জেন্টিনা ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবার শুধুমাত্র মূল পর্বের পালা। বিশ্বমঞ্চে এবারে ব্রাজিল সহজ গ্রুপেই পড়েছে, এমনটি বলা যায়। গ্রুপ ‘ই’তে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

বড় কোনো অঘটন না ঘটলে গ্রুপ পর্বের বাধা টপকাতে কোনো সমস্যাই হওয়ার কথা নয় নেইমারদের। তবে ব্রাজিল কোচ তিতে সতর্ক থেকেই প্রতিটা ম্যাচ শিষ্যদের দিয়ে খেলাতে চান।

পাশাপাশি জানিয়ে দেন এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় নিজ দেশ ব্রাজিলসহ রয়েছে জার্মানি, ফ্রান্স ও স্পেন।

এ তালিকায় তিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে রাখেননি। তবে আলবেসেলিস্তাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বিশ্বকাপে ফেভারিট কারা এমন প্রশ্নে তিতে বলেন, ‘জার্মানি, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল। জার্মানির সবচেয়ে বড় সুবিধা ১১ বছর ধরে একই কোচের অধীনে খেলা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমেই জোয়াকিম লো দলকে নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে চলেছেন। স্পেনের সঙ্গে ব্রাজিলের খেলার ধরনের মিল রয়েছে। পাস খেলেই আমরা আক্রমণ গড়ে তুলি। ভিসেন্ত দেল বস্কের পরে যোগ্য কোচ লোপেতেগুই। ইনিয়েস্তার অভিজ্ঞতা, ইসকোর তারুণ্য স্পেনের সম্পদ। ফ্রান্স দলেও একাধিক তারকা রয়েছে। গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, ল্যাকাজেট্টেরা আগামী জুন-জুলাইয়ে ছন্দে থাকলে অনেক দলই বিপদে পড়বে। ’

তিতের কাছে জানতে চাওয়া হয়, লিওনেল মেসি বলেছেন, বাছাই পর্বের গণ্ডি টপকানোর পর আর্জেন্টিনা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। উত্তরে তিতে বলেন, ‘অবশ্যই। বাছাই পর্বে তিনজন কোচের অধীনে খেলা কতটা কঠিন তা অনুভব করতে পারি। প্রাথমিক ঝড়ঝাপটা সামলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপের মূলপর্বে পৌঁছেছে। এখনও হাতে ছ’মাস সময় আছে। জর্জ সাম্পাওলি দক্ষ কোচ। তার অধীনে নিশ্চয়ই আরও উন্নতি করবে আর্জেন্তিনা। ওদের আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। মেসি, হিগুয়েন, আগুয়েরো, দিবালা এই নামগুলির দিকে তাকালে তা বোঝা যায়। ’

নিজ দল ব্রাজিল সম্পর্কে তিতে বলেন, ‘এবার আমাদের গ্রুপ ততটা কঠিন নয়। তবে সতর্ক তো প্রতি মুহূর্তে থাকতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।