রোববার (০৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।
দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত মিনিটে দুই দলই ১-১ গোলে ম্যাচ ড্র করে। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে সদর থানা দল ৫ বার বল জালে জড়ায়। বিপরীতে দক্ষিণ সুনামগঞ্জ থানা দল সদর থানার জালে ৪ বার বল জড়াতে পারে। ফাইনাল খেলায় জায়গা করে নেয় সদর থানা দল।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এনটি