টানা ৬ ম্যাচেই গোলহীন থাকলেন লুইস সুয়ারেজ। ন্যু ক্যাম্পে শুরুর একাদশে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি।
‘ডি’ গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে জুভেন্টাস।
এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল পিএসজি। গ্রুপ পর্বের শতভাগ জয়ের লক্ষ্যটা পূরণ হলো না নেইমারদের। প্যারিসে ৩-০ গোলের লজ্জার পাল্টা জবাব দিল বায়ার্ন। দু’দলই দুই ম্যাচ হাতে রেখে নকআউটে উত্তীর্ণ হয়।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৮ মিনিটেই বাভারিয়ানদের লিড এনে দেন রবার্ট লেভানডফস্কি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামার সাইনিং ফ্রান্সের কোরেটিন তোলিসো। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে কাইলিয়ান এমবাপ্পে ভিজিটরদের ম্যাচে ফেরালেও ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-১ করে জোড়া গোল উদযাপনে মাতেন তরুণ মিডফিল্ডার তোলিসো।
এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগে কোয়ালিফাই করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। চেলসির মাঠে শেষ ম্যাচটি ১-১ সমতায় নিষ্পত্তি হয়। ‘সি’ গ্রুপের অপর ম্যাচে হোম ভেন্যুতে কারাবাগকে ১-০ তে হারায় রোমা।
‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে পা রাখলো হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড ও বাসেল। সিএসকেএ মস্কোকে ২-১ গোলে ম্যানইউ ও বেনফিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাসেল।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৭
এমআরএম