ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রবার্তো কার্লোসের পাশে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
রবার্তো কার্লোসের পাশে রোনালদো ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর পঞ্চম ব্যালন ডি’অর জয়ের ছাপ দেখা গেল মাঠের পারফরম্যান্সে। তার জোড়া গোলে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত সেভিয়া। এ ম্যাচের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০১ ম্যাচ জিতে ক্লাবের সাবেক তারকা রবার্তো কার্লোসের পাশে নাম লিখিয়েছেন রোনালদো। সামনে কেবল টিমমেট মার্সেলো (৩০৩)।

রিয়াল ক্যারিয়ারে ১১ মৌসুম (১৯৯৬-২০০৭) কাটিয়েছিলেন মার্সেলোর স্বদেশী আইকন রবার্তো কার্লোস। সর্বকালের অন্যতম সেরা লেফটব্যাকদের একজন বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান।

২০০৭ সাল থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ২৯ বছর বয়সী মার্সেলো। তিন বছরের সিনিয়র রোনালদোর এটি নবম মৌসুম চলছে। এখন পর্যন্ত ৪১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে প্রতিপক্ষের জালে ৪২০ বার (লা লিগায় ২৭৬ ম্যাচে ২৮৯) বল পাঠিয়েছেন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার।

রোনালদোর ৩০১টি অফিসিয়াল ম্যাচ জয় সব প্রতিযোগিতা মিলিয়ে। লা লিগায় ২০৮, চ্যাম্পিয়নস লিগে ৬৬, কোপা দেল রেতে ১৯, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৪, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে ২টি করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন পর্তুগিজ অধিনায়ক।

তিনদিন আগে প্যারিসের আইফেল টাওয়ারে বর্ষসেরার খেতাব ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির পাশে নাম লেখান ৩২ বছর বয়সী রোনালদো। মাঠে ফিরেই লিগ ম্যাচে গোলখরা দূর করলেন। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের টানা ছয় ম্যাচেই লক্ষ্যভেদ করে রেকর্ড গড়লেও লা লিগায় গোলমুখ ঠিখ খুলছিল না। সেভিয়া ম্যাচ শেষে ঘরোয়া লিগে সিআর সেভেনের গোলসংখ্যা ১১ ম্যাচে ৪টি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।