ছবি: সংগৃহীত
লা লিগায় টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরলো বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠে লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানের স্বস্তির জয় পায় কাতালানরা। অবশ্য ৬০ মিনিটের মাথায় মিডফিল্ডার দানি রাবার লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় স্বাগতিক শিবির। এরপরেই তাদের দু’টি গোল হজম করতে হয়।
ভ্যালেন্সিয়া ও সেল্টা ভিগোর বিপক্ষে ব্যাক-টু-ব্যাক ড্রয়ে পয়েন্ট ভাগাভাগির হতাশায় ডোবে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধ ছিল গোলশূন্য।
৭২ মিনিটে সুয়ারেজ ও ১১ মিনিট বাদে লক্ষ্যভেদ করেন মেসি।
পয়েন্ট টেবিলে পাঁচ পয়েন্টের লিড অপরাজেয় বার্সার। ১৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৯ (১২ জয়, ৩ ড্র)। দুইয়ে ভ্যালেন্সিয়া (৩৪)। রিয়াল বেটিসকে ১-০ ব্যবধানে হারিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ফের তিনে উঠে এসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আবারো চারে নেমে গেছে ২ পয়েন্ট পিছিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।