শেষ ষোলোয় স্পেন থেকে তিনটি ক্লাব জায়গা করে নিয়েছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়া।
ড্র টা যেন স্প্যানিশদের জন্য অবিচারই হয়ে গেল। গত চার বছর আসরটিতে কতৃত্ব দেখিয়ে আসা দেশটির ক্লাবগুলোর এবারের আসরে ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে গেল। গত চার বছরে রিয়াল মাদ্রিদ তিনবার শিরোপা জিতেছে, বার্সা একবার। আর দু’বার ফাইনাল খেলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এছাড়া রিয়াল সর্বশেষ সাতটি সেমিফাইনালে খেলেছে। যেখানে শেষ দশ বছরে বার্সাও সাতটি সেমিফাইনাল খেলেছে।
কিন্তু ইতোমধ্যে অ্যাতলেটিকো গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি। পাশাপাশি অন্যরা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পড়ায় স্প্যানিশদের শেষ আটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করা স্বাভাবিক হয়ে পড়েছে। যেখানে ১২ বছর আগে কোয়ার্টার ফাইনালে কোনো স্প্যানিশ দল খেলেনি।
২০০৪-০৫ মৌসুমে শেষ ষোলোয় এই চেলসির কাছে বার্সেলোনা ও জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে বিদায় নিয়েছিল।
সর্বশেষ পাঁচ বছরে অন্তত তিনটি স্প্যানিশ দল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। কিন্তু এ বছর কঠিন পথ দিয়েই যেতে হবে তাদের।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
এমএমএস