ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বায়ার্নের হয়ে রেকর্ড ম্যাচ খেললেন রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বায়ার্নের হয়ে রেকর্ড ম্যাচ খেললেন রিবেরি ছবি:সংগৃহীত

বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানের বাইরের কোনো ফুটবলার হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ফ্র্যাঙ্ক রিবেরি। বুধবার বুন্দেসলিগায় জার্মান জায়ান্টদের হয়ে নিজের ৩৬৬তম ম্যাচ খেলেন এ ফ্রেঞ্চ তারকা।

এর আগে ২০০৭ সালের জুলাইয়ে বাভারিয়ানদের হয়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেন রিবেরি। যেখানে এখন পর্যন্ত সাতটি বুন্দেসলিগা ও একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি।

রিবেরি পেছনে ফেলে ক্লাবের আগের রেকর্ডধারী বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক ফুল ব্যাক হাসান সালিহামিজিককে। উইঙ্গার হিসেবে খেলা রিবেরির এখন পর্যন্ত গোল সংখ্যা ১১২টি।

এদিন রবার্ট লেভান্ডভস্কির একমাত্র গোলে ঘরের মাঠে কোলোনের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতেন বায়ার্ন। যেখানে হুপ হেইঙ্কেহের শিষ্যরা অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ২০১৭ সালে অপরাজিত থাকলো। এ সময় ১৬ ম্যাচের ১৩টিতেই জয় তুলে নেয় তারা। বাকি তিনটি ম্যাচ ড্র হয়। ২০১৩ সালের পর ফের এমন কীর্তি হলো দলটির।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।