ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেবে না বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেবে না বার্সা ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ‘গার্ড অব অনার’ প্রদর্শনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রেকর্ড টানা দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে এমন সম্মান পাওয়ার প্রত্যাশার কথা বলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

যুক্তি দাঁড় করিয়ে এক বাক্যে তা প্রত্যাখ্যান করেছেন বার্সার পরিচালক গিলের্মো আমর, ‘পরিষ্কার করে বলতে চাই এটা (গার্ড অব অনার) তখনই করবো যখন আমরা এই প্রতিযোগিতায় অংশ নেব। যখন আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবো, তখন এটি করবো কিন্তু এইক্ষেত্রে নয়।

এভাবেই তা হবে। ’ মেসিদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ চান রোনালদো

সবশেষ লিগ ম্যাচে ন্যু ক্যাম্পে দেপোর্তিভো লা করুণাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে ‘গার্ড অব অনার’ এর সম্ভাবনা এখনো বিবেচনাতেই আনেননি, ‘আমরা মাত্রই একটা ম্যাচ শেষ করেছি। এ নিয়ে এখনো চিন্তা করিনি। ’

এবারের মৌসুমে ১৬ ম্যাচ শেষে অপরাজেয় বার্সা (১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২)। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১১। ঘরের মাঠে লস ব্লাঙ্কসদের সামনে তা ৮-এ নামিয়ে আনার চ্যালেঞ্জ। দ্বিতীয় স্থানে উঠে আসা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৬। ২ পয়েন্ট পিছিয়ে তিনে নেমে গেছে সবশেষ ম্যাচে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে জিনেদিন জিদানের রিয়াল।

ছবি: সংগৃহীতক্লাব বিশ্বকাপের কারণে লা লিগায় সাংঘর্ষিক সূচিতে গ্যালাকটিকোদের ১৬তম রাউন্ডের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। লেগানেসের বিপক্ষে ম্যাচটি আগামী বছরের ২০ অথবা ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো রোমাঞ্চ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

দু’পাশে মেসি-সুয়ারেজরা লাইনে দাঁড়িয়ে থাকবেন আর মাঝ দিয়ে রোনালদোরা মাঠে প্রবেশ করবেন। তা হচ্ছে না!

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।